প্রবাসে থাকা টা আসলেই কষ্টকর এবং পরিবার পরিজন ছেড়ে মানুষ প্রবাসে অর্থ উপার্জনের জন্য অনেকেই গিয়ে থাকেন তবে সেখানে গিয়ে তাদেরকে করতে হয় সীমাহীন কষ্ট অনেকে চিন্তা করেন প্রবাসে গিয়ে যতটা কষ্ট করতে হয় এই কষ্টটা যদি নিজের দেশে করা যেত তবে হয়তোবা এই কষ্ট তাদের কাছে তেমন কিছু মনে হত না তারই ধারাবাহিকতায় এবার দেখা যাচ্ছে মালয়েশিয়ায় কাজ হারানো দুই শতাধিক প্রবাসী কে চাকরি দেবে প্রাণ গ্রুপ
বাংলাদেশের জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ ২০০ কর্মহী’ন মালয়েশিয়া প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে। দীর্ঘ সময় ল’কডা’উনের ফলে বহুমা’ত্রিক স’ঙ্কটে থাকা প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ করে দিল প্রাণ গ্রুপ। মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের অনেকেই এখন বাড়িতে টাকা পাঠাতে পারছেন না।
চাকরি নিয়েও আছে দু’শ্চিন্তায়। এদিকে এমন পরিস্থিতির কারণে বাংলাদেশে থাকা প্রবাসীদের পরিবারগুলোতে আর্থিক স’ঙ্কট দেখা দিয়েছে। মানবিকতার কথা চিন্তা করে ক’রো’নায় চাকরিহারা ২০০টি পরিবারের মুখে স্থায়ীভাবে হাসি ফো’টাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাকরি প্রত্যাশীদের প্রাণের মালয়েশিয়া অফিসে অথবা +৬০১৬২২৭০৯৫৬ (মারুফ রহমান, এইচআর), +৬০১৬২২৭১৪৯৩ (রবিউল ইসলাম, প্রডাক্ট ম্যানেজার) যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগ্যতা ও শর্তাবলী:
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান
স্থান: মালয়েশিয়া
*মালয় ভাষা জানাদের অগ্রাধিকার
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে
*বয়স সর্বোচ্চ ৩৫ বছর
বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
*মাসিক বেতন
*যাতায়াত ভাতা
*বিক্রয়ের উপর আকর্ষণীয় কমিশন
*পণ্য বিক্রির উপর ইন্সেটিভ (প্রোগ্রাম অনুযায়ী)
*পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ
স্থায়ী কর্মীদের কোম্পানির নিয়মানুযায়ী ভিসার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে প্রাণের সংশ্লিষ্টরা জানিয়েছেন
এবার মালয়েশিয়ায় কাজ হারানো প্রবাসীদের কে দারুন সুযোগ দিয়েছে প্রাণ গ্রুপ বাংলাদেশের জনপ্রিয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ দীর্ঘদিন থেকে মহামারী থাকার ফলে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্যই এই সুবিধা নিয়ে এসেছে আকর্ষণীয় বেতনে এবং সকল প্রকার সুযোগ সুবিধা এর মাধ্যমে কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি