Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / মালয়েশিয়ায় কর্মী নিয়োগে খরচ নিয়ে আবারো সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে খরচ নিয়ে আবারো সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

দীর্ঘদিন মালয়েশিয়ায় এবং বাংলাদেশের শ্রমবাজার ভাটা পড়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সফর করে দুই দেশের শ্রম বাজার উন্মুক্ত করার পর যেন মানুষের মুখে উচ্ছ্বাসের বারি ঝরে পড়ছিল। তারই মাঝে আরো একটি বড় সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেছেন মালয়েশিয়া কর্মী নিয়োগে লাখের নিছে খরচ হতে পারে। যেটা বাংলাদেশের মানুষের কল্পনার বাইরে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলেন তিনি ষাথে আরো অনেক ধরনের সুখবর দেন প্রবাসীদের উদ্দেশ্যে।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী কর্মীর আসা-যাওয়ার টিকিটসহ মালয়েশিয়া প্রান্তের খরচ নিয়োগকর্তার। এখানে কর্মীর খরচ বলতে তার গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসার খরচ, পাসপোর্ট তৈরি বিএমইটি ফি, কল্যাণ বোর্ডের সদস্য ফি, মেডিকেল ফি এবং রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ।

মঙ্গলবার মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়া প্রান্তের খরচের মধ্যে আছে রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ায় গমনের প্লেন ভাড়া, আবাসন, কর্মে নিয়োগ। কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর খরচ নিয়োগ কর্তা বহন করবেন। নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন।

ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ায় যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার খরচ, ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টিন সংক্রান্ত খরচসহ সকল ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে। নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বিমা, চিকিৎসা এবং কল্যাণ নিশ্চিত করবেন।

তিনি বলেন, আগে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় এক লাখ ৬০ হাজার কিংবা এক লাখ ৬৫ হাজার যাই থাকুক না কেন, এখন তা থেকে অনেক কমে আসবে। কারণ সেই ব্যয়ের বেশিরভাগ খরচই নিয়োগকর্তা বহন করবেন।

‘আগে বিমান ভাড়া আমাদের কর্মীরা দিতেন, যার কারণে ওই ব্যয় ছিল। এবার আশা করি, অনেক অনেক কমে যাবে। আমাদের রিক্রুটিং এজেন্সির চার্জ যাই হোক, সেটা আমাদের কর্মীদের ওপর পড়বে। মালয়েশিয়ার অংশেরটা নিয়োগকর্তা দেবেন। সার্ভিস চার্জ নির্ধারণ করা নেই। তবে আইডিয়া করা যায় দুই তিন মাসের বেতনের বেশি হওয়া উচিত না।’

সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, অভিবাসন আইন অনুযায়ী আমরা অভিবাসন ব্যয় নির্ধারণ করতে পারি। সেটা করে একটা ধারণা দিতে পারি, খরচ কেমন হতে পারে। মালয়েশিয়ার সঙ্গে নতুন চুক্তির আলোকে সর্বোচ্চ কত টাকা নিতে পারবে, সেটা নির্ধারণ করবো।

সত্যি যদি লাখ টাকার কম খরচে মানুষ মালয়েশিয়া যেতে পারে তাহলে সেটা হবে আমাদের দেশের জন্য মাইলফলক অবদান। দারিদ্রতা কাটিয়ে এবার হয়তো অনেকেই বৈদেশিক মুদ্রা অর্জনে ঝাঁপিয়ে পড়তে পারবে প্রবাসের দিকে। আর তা ছাড়াও মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী আমদের দেশের অনেকেই। যাওয়ার মাধ্যম সহজ হওয়াতে এবার থেকে প্রবাসীদের ভোগান্তি কম হবে জেনে খুবই খুশি প্রবাসীরা।

About Ibrahim Hassan

Check Also

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে নয়াদিল্লির জবাব, সাবেক প্রধানমন্ত্রীর পৌষ মাস নাকি সর্বনাশ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। নয়াদিল্লি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *