প্রতিবছরেই বাংলদেশ জীবিকার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকে। তবে প্রায় সময় নানা কারনে বাংলাদেশীরা বিপদের সম্মুখীন হয়ে থাকে। এমনকি অনেকেই জটিলতার সম্মুখীন হয়ে কারা গারে বন্ধী জীবন-যাপন করছেন। সম্প্রতি মালদ্বীপেও অনেক বাংলাদেশী কারাগারে বন্দি রয়েছে। তবে বাংলাদেশ সরকার মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। এই বিষয়ে জানাগেল বিস্তারিত।
মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
এমনিতেই বাংলাদেশের বর্তমান সরকার প্রবাসীদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছেন। মূলত প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রা রিজার্ভে রেকর্ড গড়েছে।