Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / মার্কিন কংগ্রেসে বাংলাদেশের যে বিষয় নিয়ে সোচ্চার হওয়ার কথা বললেন কংগ্রেস সদস্য কোলম্যান

মার্কিন কংগ্রেসে বাংলাদেশের যে বিষয় নিয়ে সোচ্চার হওয়ার কথা বললেন কংগ্রেস সদস্য কোলম্যান

মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন কংগ্রেসওম্যান বনি ওয়াটসন কোলম্যান। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হলে তিনি কংগ্রেসে আওয়াজ তুলবেন বলে ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বনি ওয়াটসন কোলম্যান এ কথা বলেন।

প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নূরুন নবীর উদ্যোগে আলোচনা সভায় বাংলাদেশের চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, মূলধারার রাজনীতিবিদ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশকে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে বক্তারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল বিদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিদেরও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

এ সময় ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান কোলম্যান বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করে বলেন, তিনি কংগ্রেসে এ বিষয়ে সোচ্চার হবেন।

বনি ওয়াটসন কোলম্যান বলেন, আজকের বৈঠকে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানলাম। কংগ্রেসে বাংলাদেশ ককাসেও যোগ দেয়ার ইচ্ছা পোষণ করছি আমি।

তিনি আরও বলেন,যদি আমি দেখি যে, বাংলাদেশ সম্পর্কে কেউ মিথ্যা তথ্য দিচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি কংগ্রেসে কথা বলবো, সোচ্চার হবো।

কংগ্রেসওম্যান আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই সন্ত্রা”সবাদকে প্রশ্রয় দেবে না। আমেরিকা বিশ্ব শান্তি চায়। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা পালনের আশ্বাস দেন কংগ্রেসওম্যান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তা যে কোনো রূপেই হোক না কেন। এ বিষয়ে আমরা খুবই সোচ্চার। যে কোনো দেশ সন্ত্রা”সের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা তাদের পাশে আছি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় প্লেনবোরো টাউনশিপের মেয়র পিটার ক্যান্টু। সব সময় বাংলাদেশিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

About bisso Jit

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *