পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার (৭৬) ইন্তেকাল করেছেন।
রোববার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মাহবুবুর কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
পরিবার জানিয়েছে, সোমবার জোহর নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ মাঠে প্রথম ও উপজেলার বালিয়তলী ইউনিয়নের বড় বালিয়তলী গ্রামে ইয়াকুব আলী তালুকদার ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
মাহবুবুর রহমান তালুকদার পটুয়াখালী-৪ আসন থেকে ২০০১ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ছয় মাস পর বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
মাহবুবুর ২০১৪ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ সালে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত টানা ২৩ বছর সভাপতির দায়িত্ব পালন করেন।