নরসিংদীর রায়পুরার মেঘনা থেকে কলেজছাত্র মেহেদী হাসানের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লমপুর এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মেহেদী উপজেলার চর এলাকার সয়দাবাদ এলাকার পুলিশ সদস্য মোশাররফ হোসেনের ছেলে। সে নরসিংদী স্কলাস্টিকা মডেল কলেজের ছাত্র।
স্থানীয়রা জানান, বল্লমপুর উপজেলার মেঘনা নদীতে একটি লাশ ভাসছে দেখেন। পরে তারা রায়পুরা থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে রায়পুরা থানা পুলিশ ও মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ি গিয়ে ভাসমান লাশ উদ্ধার করে তাকে শনাক্ত করে। পরে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
নিহতের স্বজনরা জানান, মেহেদীর বাবা পুলিশ সদস্য মোশাররফ হোসেন নারানগঞ্জে কর্মরত। তার স্ত্রী ও সন্তানরা রায়পুরা শহরের শ্রীরামপুরে একটি ভাড়া বাড়িতে থাকেন। মেহেদী নরসিংদী স্কলাস্টিকা মডেল কলেজে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়াটিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
আজ বিকেলে মেঘনা থেকে মেহেদীর লাশ উদ্ধারের খবর পায় মেহেদীর পরিবার।
রায়পুরা থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম জানান, উদ্ধার করে ভাসমান লাশের পরিচয় পাওয়া না গেলেও পরে পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।