অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও কবি তারেক মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি বলেন, মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই চলে গেছেন না ফেরার দেশে! তার আত্মার শান্তি হোক।’
এছাড়া অভিনেতা তারেক মাহমুদের বেশ কয়েকজন সহকর্মী তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন।
ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন, আমার নাটকে তিনি আমার প্রিয় একটি চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রটির নাম ছিল- আলতা পাগলা। আসলে আলতা চরিত্রটি আমার মামার। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। আমি যখন তাকে চরিত্রটি বুঝিয়েছি, তিনি এমনভাবে অভিনয় করেছেন যে আমি তার মধ্যে আমার চাচাকে দেখেছি। তারেক ভাই একজন শক্তিশালী অভিনেতা ছিলেন। কিন্তু এ দেশ ও জাতি তাকে স্বীকৃতি দিয়েছে কিনা জানি না।
এদিকে অভিনেতা তারিক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।