কলকাতার বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায় আর নেই। শুক্রবার নিজ বাড়িতে মারা যান এই প্রবীণ অভিনেতা। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল।
কিন্তু দুদিন আগে বাড়িতে আনা হয়। শুক্রবার সকাল থেকে আবার বমি শুরু করে সমীর। এরপর মারা যান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
প্রবীণ অভিনেতা সমীর মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের হীরক ‘রাজার দেশে’ সহ বহু সিনেমায় কাজ করেছেন। তবে তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন।
সমীর মুখোপাধ্যায়ের ভাই বিমান মুখোপাধ্যায় বলেন, “অনেক দিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না। বয়সও তো হয়েছিল অনেক।
আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম। দুই দিন আগেই বাড়িতে নিয়ে আসি। আর আজ দাদা চলে গেলেন। সকাল থেকেই বমি করছিলেন।”
আমরা হাসপাতালে ভর্তি করি। দুদিন আগে বাসায় নিয়ে এসেছি। আর আজ দাদা চলে গেলেন। সকাল থেকেই তার বমি হচ্ছিল।”
টলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় সমীর মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ভক্তরা শোকে কাতর।