বলিউড পরিচালক-প্রযোজক রাজকুমার কোহলি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার সকাল ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোহলি। তার মৃত্যু নিশ্চিত করেছেন ছেলে আরমান কোহলির ঘনিষ্ঠ বন্ধু বিজয় গ্রোভার। আজ সন্ধ্যায় পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
সকালে গোসল করতে গিয়ে অনেকক্ষণ বাথরুম থেকে বের হননি। বাবাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ছেলে আরমান দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে পরিচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কোহলি বলিউডের প্রভাবশালী পরিচালক ছিলেন। তার হাত ধরেই এসেছে বেশ কিছু জনপ্রিয় ছবি। ডুল্লা ভাটি, লুটেরা ছবিগুলো তাকে এনে দিয়েছিল পরিচিতি। এরপর নাগিন, জানি দুশমন, বদলে কি আগ, নওকার বিবি কা এবং রাজ তিলকস একাধিক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন তিনি।