ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুরাদ হাসান মৃধা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজে (রমে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তার বন্ধুরা।
তারা বলেন, মুরাদ হাসান অনেক স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসলেও লাশ হয়ে ফিরতে হয়েছে।
মুরাদ হাসান (মৃধা) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি নাটোরের বনপাড়া এলাকায়।
রাবির গণিত বিভাগের শিক্ষক জাকির হোসেন জানান, গত ২৬ জানুয়ারি জ্বর হলে মুরাদকে রামে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হতে থাকে। পরে সোমবার রাত ৮টার দিকে রমেকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদের সহপাঠী নাঈম হাসান বলেন, এত অল্প বয়সে মুরাদ আমাদের ছেড়ে চলে যাবে ভাবিনি, অনেক স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে এসেছিল, এখন লাশ হয়ে বাড়ি ফিরেছে।