বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানি তরুণী মাহা বাজওয়া (৩০)কে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় চুনারুঘাটের উত্তর বড়াইল এলাকায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই পাকিস্তানি নারী।
আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মাহা বাজওয়ার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)। সে চুনারুঘাট পৌরসভার বড়াইল এলাকার শফিউল্লাহ মজুমদারের ছেলে।মাহা বাজোয়া অভিযোগ করেন, বুধবার রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন জেনে সকালে সেখানে গিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনেরা তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
পরে মারধরের ঘটনায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান এবং হাসপাতালে চিকিৎসা নেন। এরপর মামলা দায়েরের জন্য থানায় যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলুল রায় বলেন, নারী নির্যাতনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু করেছি। তাকে লিখিত অভিযোগ করতে বলা হলেও এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে স্বামীর খোঁজে গত ৮ ডিসেম্বর চুনারুঘাটে আসেন মাহা। সেখানে তিনি সাজ্জাদ ভাইয়ের বাড়িতে থাকেন। পরে ১১ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে স্বামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলাও করেন তিনি। গত ১২ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত স্বামী সাজ্জাদ হোসেনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
সাজ্জাদ ২০১৪ সালে পাকিস্তানের লাহোরে পাকিস্তানি মেয়েটিকে বিয়ে করেন। সাজ্জাদ তারপর তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে পাকিস্তানে ফিরে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর দেশে ফেরেন। খবর পেয়ে ওই দিনই বাংলাদেশে আসেন মাহাও।