ক্ষমতাসীন আওয়ামীলীগ ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে বিরোধী দলগুলো ওপর নানা ধরনের দমন, পীড়ন চালাচ্ছে। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন মহলসহ আন্তজার্তিক মাধ্যমে এসব বিষয় নিয়ে কথা বললেও সরকার সে দিকে কর্ণপাত করেন না বলে অভিযোগ করা হয়। নির্বাচনকে সামনে রেখে এমন কর্মকান্ড আরোও বৃদ্ধি পেয়েছে যেটি কারনে উদ্বেগের কথা জানিয়েছে সুশীল সমাজসহ নানা মহল। এসব বিষয় নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের ওপর। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে পিনাকী ভট্টাচার্য পাঠকের জন্য সেটি তুলে ধরা হলো।
বেনজির সাপ পর সমাচার এইযে, আপনার চারকির মেয়াদ শ্যাষ হইছে শুনলাম। মানে আফায় আর আপনারে দিয়া জল্লাদগিড়ি করাইবে না। হ্যায় নতুন জল্লাদ পাইছে। তয় চারকি ছাড়লেও দেশ ছাইড়া যাইয়েন না। আপনার লগে ম্যালা হিসাব আছে দেশবাসীর। সেইগুলা চুকায়ে যাওয়া উচিৎ। আপনার ভুড়ির ত্যালে মুড়ি ভাইজ্যা খাবে দ্যাশের চ্যাংড়া প্যাংরারা। ওরা এনা হাউস করছে।
প্রসঙ্গত, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে রাজনৈতিক দলগুলো দমনে যে কর্মকান্ড করছে সেটি নিয়ে প্রশ্ন তোলেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার এমন ধরনের বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত হচ্ছে।