Monday , November 18 2024
Breaking News
Home / Countrywide / মানুষ চোর, নাকি চোরাই আওয়ামী লীগ করে: রিজভী

মানুষ চোর, নাকি চোরাই আওয়ামী লীগ করে: রিজভী

শেখ হাসিনা চালের দাম, লবণের দাম, পেঁয়াজের দাম, ডালের দাম বাড়ালে তার সিন্ডিকেটের পকেট ভরবে। এর মধ্য দিয়ে তার ময়ূর সিংহাসন টিকে থাকবে এটাই শেখ হাসিনার ( Sheikh Hasina ) অভিপ্রায়। মন্ত্রীরা তার সিন্ডিকেটকে সুযোগ দিতে চৌমুহনী ( Chaumuhani ), হাজীগঞ্জ, চট্টগ্রাম ( Chittagong ) ও পীরগঞ্জে ( Pirganj ) জনগণের দৃষ্টি আকর্ষণ করছেন বিএনপির ( BNP ) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ( Ruhul Kabir Rizvi )। এছাড়া তিনি আরো বলেন, আওয়ামী লীগ ( League ) করলে মানুষ চোর হয়, নাকি চোরেরা আওয়ামী লীগ ( League ) করে? এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।

পঞ্চবটি এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা যুবদল আয়োজিত বিএনপির ( BNP ) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ( Ziaur Rahman ) ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গরিব-অসহায়দের মাঝে সেলাই মেশিন, শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার ( Saturday ) (৪ জুন ( June )) নারায়ণগঞ্জের মো.

এ সময় রুহুল কবির রিজভী ( Ruhul Kabir Rizvi ) বলেন, আশপাশে অন্য কোনো দেশে জ্বালানি তেল ও চালের দাম বাড়েনি। কিন্তু বাংলাদেশে ( Bangladesh ) হঠাৎ করেই বেড়েছে। এর প্রধান কারণ আওয়ামী মাফিয়া সিন্ডিকেট। আওয়ামী লীগ ( League )ের ( Awami League ) লোকজন সরকারের ( government ) মন্ত্রীদের ভাগাভাগি করে দেশের সম্পদ লুটপাট করে নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আওয়ামী লীগ ( League )ের ( Awami League ) তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ( Hassan Mahmud ), সেতুমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা বাজার সিন্ডিকেট থেকে টাকা নিচ্ছেন বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ( League ) সরকার শিক্ষার্থীদের টেন্ডারবাজি, চাঁদাবাজ ও নে/ শাখোর বানিয়েছে। আর তাদের নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ ( League )।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ( Dhaka ) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ( Abdus Salam Azad ), জেলা বিএনপির ( BNP ) ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির ( Mahanagar BNP ) ( BNP ) সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ( Sakhawat Hossain Khan ), জেলা বিএনপির ( BNP ) সদস্য সচিব অধ্যাপক মামুন ( Mamun ) প্রমুখ। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ( BNP ) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ( Ruhul Kabir Rizvi ) তার এক আলোচানা সভায় গন মাধ্যমের সামনে বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেনম সরাসরি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিন। দিনের বেলা ভোট দিতে ভয় পান। ২০১৮ সালে ( ) রাতে ভোট দেওয়া হয়েছে। 201৪ সালে ( ) কেউ নির্বাচনে যায়নি। নি/র্যাতন, হা/মলা, মামলা করে ক্ষমতায় টিকে আছেন। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী ছেড়ে রাজপথে আসার জন্য বলছি।

About Nasimul Islam

Check Also

যেসব গুরুত্বর অভিযোগে গ্রেফতার হলেন দেশ টিভির এমডি আরিফ হাসান

দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *