সাপের কামড়ে প্রায়ই মানুষ মারা যায়। কিন্তু এবার ঘটল উল্টো। মানুষের কামড়ে সাপের মৃত্যু হয়েছে। ভারতের বিহার রাজ্যে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।
৩৫ বছর বয়সী সন্তোষ লোহার ভারতীয় রেলের একজন কর্মচারী। মঙ্গলবার (২ জুলাই) রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তাকে একটি সাপে কামড়ায়।
গভীর রাতে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে দিগ্বিদিক শূন্য হয়ে তখন তিনি সাপটিকেই ধরে দুবার কামড়ে দেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে সন্তোষ বলেন, তখন হঠাৎ একটি জনপ্রিয় লোককাহিনীর কথা মনে পড়ে গেল। সেটা হলো- কামড় দেয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা সম্ভব।
ঘটনার পর সন্তোষকে তার সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করেন। সন্তোষ দ্রুত সুস্থ হয়ে উঠল। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় পরদিন সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এই জীবন-মৃত্যুর লড়াইয়ে রেলকর্মী বেঁচে গেলেও সাপটি মারা যায়। সন্তোষ লোহার ক্ষেত্রে, কেউ কেউ বিশ্বাস করেন যে লোককথা সত্য হয়েছে।