ইভিএমের মাধ্যমে নির্বাচন কার্যক্রম নিয়ে রীতিমতো সারা-দেশজুড়েই চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে, ইতিমধ্যে ইভিএম নিয়ে নানা প্রশ্নও তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন নেতাকর্মীরা। আর এরই মধ্যদিয়ে এবার ইভিএম নিয়ে মুখ খুললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ইভিএম নিয়ে পক্ষের চেয়ে বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০টি রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম নিয়ে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন সিইসি।
সিইসি বলেন, “যখন আমরা দায়িত্বে ছিলাম না, বেশ কিছুদিন ধরেই ইভিএম নিয়ে পত্র-পত্রিকায় কথা হচ্ছে। এদিক-ওদিক অনেক কথা হয়েছে। শুরু থেকেই ইভিএম নিয়ে আমাদের তেমন কোনো ধারণা ছিল না। এমনকি আমাদের ব্যক্তিগত ধারণাও ছিল না। আমরা ইতিমধ্যে ইভিএম নিয়ে অনেক কাজ করেছি। এখন আমার মোটামুটি ধারণা আছে।’
তিনি বলেন, এর আগে আমাদের মধ্যে দুটি সংলাপ হয়েছে। তবে অনেকেই ইভিএমের পক্ষে বলেছেন। অনেকেই সমাধান দিয়ে বলেছেন, আরও উন্নত প্রযুক্তি দিয়ে ইভিএম কেনা যায় তাহলে ভালো হয়। আবার অনেকে সরাসরি বলেছেন আমরা ইভিএমে নির্বাচনে যাব না। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন পথে যেতে হবে। ”
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আজকে আপনারা বড় বড় দলের অনেকেই এসেছে। মাননীয় মন্ত্রী স্বয়ং নিজেই এসেছেন, যেটা আমি প্রত্যাশাও করেনি। আপনি এসেছেন আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনাটা ইভিএমেরই মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনারা ইভিএমের পক্ষে-বিপক্ষে বলতে পারেন। আমরা আপনাদের কথাগুলো শুনবো। আমরা আপনাদের আলোচনা শুনে পরবর্তী সময়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে উপনীত হবো।’
এর আগে গেল ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনেও ইভিএম নিয়ে নানা কথাবার্তা হয়েছে। তবে একেবারে ভিত্তিহীন বলেও দাবি করছেন অনেকেই। কুসিক নির্বাচনে কোনো প্রকার অনিয়ম হয়নি বলেও দাবি করেছেন তারা।