রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতরা ধরা পড়েছে। মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে ট্রেনে আগুন দেওয়ানো হয়েছিল।
শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকার গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ছাত্র আবু তালহার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, অল্প টাকার বিনিময়ে যারা ট্রেনে আগুন দিয়ে ট্রেনের মতো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তারা এ দেশের মঙ্গল চায় না। তারা এ দেশের সন্তান নয়। যারা মানুষ পোড়ানোর রাজনীতি করে তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, মানুষের মৃত্যুর চেয়ে খারাপ কিছু হতে পারে না। তারপর আগুনে পুড়িয়ে যেভাবে মানুষ হত্যা করেছে তা সম্পূর্ণ অমানবিক। যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা লাভ করতে চায় আল্লাহ যেন তাদের বিচার করে।
মোঃ জিল্লুল হাকিম বলেন, ট্রেনে ভাঙচুর মোকাবিলায় আমরা কঠোর হচ্ছি। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আমরা কাজ করছি। সব স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি স্টেশনে রেলওয়ে নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। আনসার বাহিনীও কাজ করছে। সর্বোপরি আমাদের জনগণকে সচেতন হতে হবে।
মন্ত্রী বলেন, তালহারের পরিবারকে রেল মন্ত্রক সম্পূর্ণভাবে সহায়তা করবে। কালুখালীর শিকজান বাজার থেকে তালহারের বাড়ি শায়েস্তাপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা তালহারের নামে নামকরণ করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র আবু তালহা (২৪) রাজবাড়ীর কালুখালী উপজেলার গাং বাথুনন্দিয়া বড়ইছড়া গ্রামের আব্দুল হকের ছেলে। গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি এখনো নিখোঁজ রয়েছেন।