সম্প্রতি ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলচ্ছে পুলিশ বাহিনীর মধ্যে।যদিও তাদের শীর্ষ কর্মকর্তা বলছে এতে কোনো ধরনের প্রভাব পড়বে না পুলিশ বাহিনীর মধ্যে। অথচ বাস্তব প্রেক্ষাপট যে ভিন্ন তার প্রমাণ মিলছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কথা-বার্তায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
স্বরাষ্ট্র মন্ত্রী কচ্ছেন কারা কারা ভিসা রেস্ট্রিকশন প্যাছে সেটা তিনি অবগত না। তবে তার পুলিশ বাহিনীর মুখপাত্র কইতেছে।পুলিশের অনেকেই ভিসা রেস্ট্রিকশন পাইছে। তবে তারা তালিকা পায় নাই। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকতা বলতেছে এই ভিসা রেস্ট্রিকশন মানসিক চাপে পরিনত হয়েছে। আমার কাজের দায় ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে, সেটা নিশ্চয়ই আমি চাইব না। তাই নির্বাচনের সময়টুকু আড়ালে-আবডালে থেকে পার করে দেওয়ার চেষ্টা করব।’
আর পুলিশের আইজিপি বলতেছে ভিসা নীতি পুলিশের ইমেজ সংকটের কারণ হবে না:
না ইমেজ সংকট হবে কেন? ল্যাংটার তো নাই বাটপারের ভয়। তোর ইমেজ আছে কোন? ভালো মানুষ পুলিশে গেলে জা/উড়া হয়ে যায়। আর আওয়ামী পুলিশ তো জা/উড়া টু দি পাওয়ার ইনফিনিটি। আর গালাইলাম না। বাঙ্গু ঠোলা দের গালানোও লস এরা এতোই অজাত। আবার পিটার হাস কছে মিডিয়াও ভিসা রেস্ট্রিকশনের পড়বে