দেশের মানুষের নিরাপত্তা দিয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। যার মধ্যে পুলিশের নাম আসে সবার উপরে। তবে এবার শোনা গেলো ভিন্ন ঘটনা। ঢাকা থেকে কাজ শেষে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে বগুড়া পুলিশের একটি গাড়ি ছিনতাকারীদের হাতে ধরা পড়ে। ছিনতাকারীরা গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার সদান্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ফেরার পথে বগুড়া পুলিশের একটি দল কদ্দর মোড় এলাকায় পৌঁছালে ডাকাতদের হাতে ধরা পড়ে। এসময় ৩-৪ জন ডাকাত গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কোদ্দার মোড় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়। তবে এ বিষয়ে পশ্চিম থানা পুলিশ কিছুই জানে না।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমি জানি না। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে এসপি আরিফুর রহমান মণ্ডল বলেন, বিষয়টি আমিও দেখব। রাতে পশ্চিম থানার টহল গাড়ি মহাসড়কে কোথায় ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ দিকে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরে উঠছে নানা ধরনের কথা। সকলেই এমন ঘটনার সমালোচনা করছেন। অনেকেই আবার বলছেন পুলিশের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে।