সৌদি আরবের দাম্মাম যাওয়ার সময় বিমানের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। তিনি তৎক্ষণাৎ দিল্লির আকাশ থেকে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান মোট ২৯৭ জন যাত্রী নিয়ে অক্ষত অবস্থায় দেশে ফিরেছে।
গতকাল শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। তিনি নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী।
বিমান বাংলাদেশ জানায়, শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৪৯ ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যায়। পথে, দিল্লির ওপর দিয়ে যাওয়ার সময় ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ড (বিমানের সামনের কাচ) ফেটে যায়। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার দেশের একটি গনমাধ্যমকে বলেন, ককপিটের গ্লাস ফাটলে ক্যাপ্টেন বিমানটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। রাতে ঢাকায় আসার পর ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। এটি মেরামতের কাজ করছেন বিমান প্রকৌশলীরা। বোয়িং বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছেন তারা।
তিনি জানান, ফ্লাইটের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। যাত্রীদের রাতের জন্য হোটেলে রাখা হয়। আজ রবিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে আরেকটি ফ্লাইটে তাদের দাম্মামে পাঠানো হয়।
বিমান জানায়, ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিল।