গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের একটি বিমানে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান এক বাংলাদেশী যাত্রী। জানা গেছে, ওই ব্যক্তির নাম শাব শেখ (মৃত্যু সনদ অনুযায়ী)। বিমানটি গতকাল দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এদিকে এ বিষয়টি নিশ্চিত করে খালিজ টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের মুখপাত্র জানান, পথিমধ্যে হৃদরোগে মারা যাওয়া শাব শেখ (৫৯) এর পরিবারের প্রতি গভীর সমবেদনা। তার অসুস্থতার কথা শুনে আমরা ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করি। কিন্তু গুরুতর অসুস্থ ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।
ফ্লাই দুবাইয়ের একজন মুখপাত্র আরও বলেছেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করেছি।” এ ব্যাপারে আমাদের একটি টিম সর্বোচ্চ সহযোগিতা করছে।
এদিকে পাকিস্তানি এক সংবাদ মাধ্যম জানিয়েছেন, দুবাই থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এক ফ্লাইটে হার্ট অ্যাটাকে প্রাণ হারায় বাংলাদেশী এক যাত্রী। জরুরি অবতরণের পর স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে চিকিৎসক।