বর্তমানে এক দেশে থেকে অন্য দেশে খুবই দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে আকাশ পথের কোনো বিকল্প দেখছে না যাত্রীরা। তবে মাঝে মধ্যেই সেই আকাশ পথেও ঘটে থাকে নানা দুর্ঘটনা। আর এরই আলোকে এবার মাঝ আকাশে যাত্রীবাহী বিমানে বোমা আতঙ্কে রীতিমতো বেশ বিপাকে পড়তে হলো চায়নাগামী একটি বিমানের সকল যাত্রীদের।
তেহরান থেকে চীনগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা আতঙ্কের খবর পাওয়ার পর ভারত যুদ্ধবিমান উড়াল। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে যে তারা ইরান থেকে চীনগামী একটি বিমানে বোমা রয়েছে বলে তথ্য পেয়েছে। বিমান তাদের আকাশসীমা অতিক্রম করবে। এই খবরে তারা ফাইটার প্লেন প্রস্তুত করে।
আইএএফ আরও জানিয়েছে, তেহরান থেকে তাদেরকে বোমা আতঙ্কের বিষয়টি উপেক্ষা করতে বলা হয়। এরপর ইরানের বিমানটি চীনে যায়।
এনডিটিভির খবর অনুযায়ী, কিছু ভারতীয় যুদ্ধবিমান নিরাপদ দূরত্বে ইরানি যাত্রীবাহী বিমানটিকে অনুসরণ করে। ইরানের বিমানটিকে উত্তর-পশ্চিম ভারতের দুটি বিমানবন্দরে (জয়পুর, চন্দ্রিগড়) অবতরণ করতে বলা হয়েছিল। তবে ইরানি যাত্রীবাহী বিমানের পাইলট বিমানটি অবতরণে অনীহা প্রকাশ করেন।
এদিকে এ ঘটনায় কিছুসময়ের জন্য রীতিমতো থমকে গিয়েছিলেন বিমানটিতে অবস্থানরত সকল যাত্রীরা। তবে সৌভাগ্যবশত এ যাত্রায় সকলেই প্রাণে বেঁচে যান।