ব্রাজিলে বিমান দুর্ঘটনায় সাতজন নি”হত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) দেশটির মিনাস গেরাইস রাজ্যে এক ইঞ্জিন বিশিষ্ট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বিমান বি”ধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে বিমানটি উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এটি মধ্য-আকাশে বি”ধ্বস্ত হয়। ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাতজন নিহ”ত হয়েছেন। তবে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ব্রাজিলের মিডিয়ায় প্রচারিত ছবিগুলোতে দেখা গেছে বিমানটির ধ্বং”সাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে এলাকায় বিমানটি বিধ্ব”স্ত হয়েছিল সেটি পাহাড়, ঘাস এবং জঙ্গলে ঘেরা ছিল।
গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে একটি বিমান দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়। ঘটনাটি ঘটে দেশটির আমাজন জঙ্গলে। সেই সময়, অ্যামাজন রাজ্যের গভর্নর উইলসন লিমা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই ক্রু সদস্য নিহ”ত হয়েছেন। বিমানটি ব্রাসেলস শহরের উত্তরে বিধ্ব”স্ত হয়। এলাকাটি একটি পর্যটন এলাকা।
নিউজ সাইট জি ১ জানিয়েছে যে বিমানটি ১৮ জন যাত্রী বহন করতে পারে। EMB-110 টুইন-ইঞ্জিন উড়োজাহাজটি ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ারের দ্বারা নির্মিত।