দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে দীর্ঘ দিনের। প্রায় সময় দেশের চিকিৎসা খাতের অনিয়ম বিভিন্ন মাধ্যমে উঠে আসছে। সম্প্রতি দেশের চিকিৎসা আব্যবস্থার অনিয়ম তুলে ধরে বর্তমান সরকারের সমালোচনা করে বেশ কিছু কথা বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বাংলাদেশের রাজনীতিবীদদের মধ্যে অন্যতম একজন।
একটি মধ্যবিত্ত পরিবারের কোনও সদস্য যদি মাঝারি মানের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়, তবে সেখান থেকে বের হলে তাকে আর মধ্যবিত্ত বলা যায় না। সে নিম্নবিত্ত, দরিদ্র হয়ে যায়। সোমবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নাগরিক ঐক্য আয়োজিত কল্যাণরাষ্ট্র ভাবনা শীর্ষক এক আলোচনাসভায় এ কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, যারা ক্ষমতা চালায় তারা জনগণের কল্যাণকে তাদের প্রধান বিষয় মনে করেনি। যদি করতো তবে স্বাস্থ্যসেবার এ হাল কেন? করোনার আগে বোঝা গেছে এই অবস্থা।
তিনি বলেন, আমাদের চিকিৎসা ব্যবস্থা এমনই হওয়ার কথা ছিল যাতে আমাদের স্বাস্থ্য, আমাদের চিকিৎসা নিশ্চিত হয়। তা আমরা করিনি। কিন্তু এখন আমরা বলছি আমরা সেটা করতে চাই। আমরা বিশ্বাস করি জ্ঞানভিত্তিক সমাজ হচ্ছে রাজনীতির জরুরি বিষয়। অর্থাৎ যারা রাজনীতি করবেন তারা জ্ঞানের চর্চা করবেন। সেই জ্ঞানের ভিত্তিই সমাজটাকে বদলাবে। সিনিয়র এই নেতা বলেন, এ দেশের উন্নয়েনের কথা শুনে কেউ বিস্মিত হচ্ছে না। বেকুব হয়ে যাচ্ছে। সাড়ে তিন কোটি মানুষ প্রায় দরিদ্র হয়ে পড়েছে। তারপরও উনারা বলছেন আমরা উন্নয়নের মডেল তৈরি করছি।
সমগ্র দেশ জুড়ে নানা ধরনের অনিয়মের কর্মকান্ড ঘটলেও বর্তমান সরকার সকল কিছুই অস্বীকার করছে। এবং তারা জানিয়ে আসছে দেশ ক্রমশই এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। এমনকি প্রায় সময় সরকারের পক্ষ থেকে উন্নয়নের নানা ধরনের চিত্র তুলে ধরা হচ্ছে। অবশ্যে সুশীল সমাজের ব্যক্তিরা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সকল বিষয় অস্বীকার করছে। এবং তারা জানিয়েছে এই সরকার জনগনকে ধোঁকা দিচ্ছে।