নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ডাকাতির সময় মাইকে ঘোষণা দিয়ে হাবিবুর রহমান হাবু নামে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার (২২ নভেম্বর) বেলা ১টার দিকে জমিদারি কাচারি গলিতে এ ঘটনা ঘটে।হাবিবুর রহমান বাবুরাইল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করত। রাতে ডাকাতি করে পালিয়ে গেলে মসজিদের মাইকে ডেকে স্থানীয় লোকজনকে জড়ো করে তকে আটক করা হয়। এরপর মারধরের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।