সম্প্রতি প্রযুক্তিগত বিষয় নিয়ে নানা ধরনের উন্নতির কথা গর্বের সঙ্গে বলা হয় সরকারের নানা মহল থেকে। অথচ এসব বিষয়ে আমরা যে কতটা এগিয়েছি তা বলার অপেক্ষা রাখে না। প্রতিটি বিষয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন বি/শিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলো।
বিজ্ঞানের বড়াই !
এপোলো স্যাম্পল এবং পরের কয়েক যুগের গবেষনার মাধ্যমে বিজ্ঞানী আমাদের জানান, চাদে কোন পানি নেই, টেকটোনিক প্লেট নেই এবং এর জন্ম হয়েছে পৃথিবীর সাথে বিশাল প্ল্যানেটারী অবজেক্ট-এর সংঘর্ষের মধ্যে দিয়ে।এখন জানা যাচ্ছে সবই হয় ভুল বা পুরোপুরি ঠিক না।
চাঁদে আসলে পানি আছে (যা নাকি বিকট সংঘর্ষে চাদের জন্ম হলে থাকার কথা না), এতে গ্রানাইট আছে যা টেকটোনিক প্লেট না থাকলে থাকার কথা না এবং চাদের জন্ম হয়তো অন্যভাবে।
যখন আমরা বিজ্ঞানের বেশী বড়াই করি, আমার হাসি পায়। আমরা পৃথিবীর কোর-এ (অভ্যন্তর) ঠিক কি আছে জানিনা, হাতের কাছের চাদে কি আছে এটাও জানিনা। সেই আমরা কিভাবে আন্দাজ করে নেই ট্রিলিয়ন আলোকবর্ষ দুরের গ্যালাক্সি আর কয়েক বিলিয়ন বর্ষের প্রাচীন সৃষ্টি রহস্য!
এআই, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি এজগতের প্রেক্ষিতে খুব বড় আবিস্কার। কিন্তু এই মহাবিশ্বের রহস্যে উদ্ধারের ধারে কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কোনদিনও হবে না বোধহয়।