চলচ্চিত্রে অভিনয় করেও অনেকে শেষ জীবনে এসে ধর্মের কাছে নিজেকে শপে দিয়েছেন। তার মধ্যে একজন হলেন চলচ্চিত্রের খলনায়ক অভিনেতা হিসেবে পরিচিত আহমেদ শরীফ। তিনি দীর্ঘদিন ধরে একটি স্বপ্ন দেখছিলেন, আর সেটি হল তার নিজের গ্রামে একটি মসজিদ নির্মাণ করা। দাপুটে অভিনেতা শেষ পর্যন্ত তার গ্রামে একটি মসজিদ নির্মান করতে সক্ষম হলেন।
শুক্রবার (১৪ অক্টোবর) মসজিদটির উদ্বোধন করেন এই অভিনেতা। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ আরমান উদ্দিন আহমেদ, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এস এম সুমন, বিশিষ্ট সমাজসেবক ইসহাক মিয়া, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা।
আহমেদ শরীফ বলেন, আজ আমার জন্য খুবই আনন্দের দিন। ভাবলাম কিভাবে একটি মসজিদ বানাবো। আমার ধারণাই ছিলো না আমি পারবো। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় আমি এই মসজিদটি নির্মাণ করতে পেরেছি।
তিনি আরও বলেন, এই মসজিদের কারণে সুদূর আমেরিকা থেকে চারবার দেশে এসেছি। সেখানে (আমেরিকা) মসজিদের কথা ভেবে ঘুমাতে পারিনি। মসজিদের কি হলো? কবে আমার মুসল্লি ভাইয়েরা নামায পড়বে, আমি দেখতে পাবো সেই দৃশ্য? আজ সেই দিন, আমি আমার প্রিয় মুসলিম ভাইদের এখানে নামাজ পড়তে দেখছি।
খ্যাতিমান এই অভিনেতা বলেন, এখন আমি বাংলা কুরআন পড়ে বুঝতে পেরেছি। আমার চোখ-কান খুলে গেছে। আপনাদের প্রত্যেকেরই বাংলা কুরআন শরীফ পড়া উচিত। সুন্দর করে দেওয়া রয়েছে, কী করবেন জীবন পরিচালনা করতে সেখানে মহান আল্লাহ সবই দিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার অর্থাৎ ১৪ ই অক্টোবর তিনি তাঁর গ্রামের বাড়ির এই মসজিদটি সবার জন্য খুলে দেন জুমার নামাজের মাধ্যমে এবং সেখানকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মসজিদ নির্মাণের জন্য সবাই আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।