নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ধর্ম, অর্থনীতি, রাজনীতিসহ নানা বিষয়ে লেখালেখি করেন।তবে ধর্মীয় বিষয়ে বিতার্কিত মন্তব্য করার কারণে তাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হতে হয়।যদিও আগের মতো তিনি লেখালেখি করেন না কিন্তু সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন।নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন হুবহু পাঠকদের নিচে দেওয়া হলো।
আহ এরকম যদি হতো যার মরে যেতে ইচ্ছে হয় মরে যাবে। যার ইচ্ছে হয় না সে যাবে না! যতদিন বেঁচে থাকার ইচ্ছে হয়, যতদিন বেঁচে থাকায় আনন্দ পাবে, ততদিন বাঁচবে। বাঁচার শখ ফুরিয়ে গেলে বোতাম টিপে দেবে, তবেই শ্বাস বন্ধ হবে। একদিন হয়তো আসবে সেই দিন, যখন চাইলেই জিন বদলে নেওয়া যায় বা স্টেম সেল লাগিয়ে নেওয়া যায়, ডিজেনারেশন রোধ করা যায়। হ্যাঁ কিছু তো এরকম হবেই। পাঁচশো বা হাজার বা লক্ষ বছর পর হয়তো মানুষ আর মরবে না, শুধু ইচ্ছে হলে মরবে। এখন না জন্মে সেই সময় যদি জন্ম নিতাম, তাহলে বোতামে সহজে আমার আঙ্গুল পড়তো না। কারণ প্রকৃতি যেমন ভালবাসি, বিজ্ঞানও তেমন ভালবাসি। কিছু মানুষ কেন যে নির্বাণ লাভ করতে চায়। আমার তো মনে হয় একরাশ দুঃখ থাকলেও বেঁচে থাকার মতো সুন্দর কিছু নেই।