মৃ/ত্যুর ভয় প্রতিটি মানুষের মধ্যে কাজ করে।কিন্তু মৃ/ত্যু চিরন্তর সত্য জেনেও মানুষের যেন বাঁচার চেষ্টা প্রতিনিয়ত।আশা মানুষকে বেঁচে থাকার শক্তি যোগায়। শত কষ্টেও যেন আরও কিছু দিন বাঁচার আকতি মানুষের মধ্যে থাকে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
মৃ/ত্যু হচ্ছে, বা হবে –এই কষ্টটা জীবিত কালের কষ্ট। মরে যাবো ভাবলে কষ্ট হয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে মৃত্যুচিন্তা ঘন ঘন উদয় হয়। বয়স বাড়লে উদয় হয়। জীবনের সমাপ্তি ঘটে গেলে, মৃ/ত্যু ঘটে গেলে তখন কিন্তু আর কষ্ট নেই। তখন আমরা কিন্তু ভাববো না, ‘আহা আমি মরে গেছি, আরও কিছুদিন বেঁচে থাকলে ভাল হতো।’ মৃ/ত্যুর পর আর মৃ/ত্যু নিয়ে হাহাকার করবো না। জীবনের কোনও এইপার ওইপার নেই। সবই এক পার। এই পার।