Thursday , November 14 2024
Breaking News
Home / Politics / মমতাজের পাশে নেই নিজ পরিবার, সমর্থন প্রতিপক্ষকে

মমতাজের পাশে নেই নিজ পরিবার, সমর্থন প্রতিপক্ষকে

কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিজের পরিবার তার পাশে নেই। মমতাজ এখন আওয়ামী লীগের নৌকা নিয়ে মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার রাত ১০টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্তপ ইউনিয়নের পূর্বভাকুম ভেঙ্গা বাজারে উঠান বৈঠকে তার তিন সৎ বোন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ টুলুকে মালা দিয়ে সমর্থন জানান।

মমতাজের তিন সৎ বোন রেহেনা খাতুন, জাহানারা এবং শাহনাজ পারভীন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। তারা মমতাজের প্রয়াত বাবা মধু বয়াতীর প্রথম স্ত্রীর সন্তান।

 

উঠান বৈঠকে মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী টুলু বলেন, আমি তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পূর্বভাকুম গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, জয়মন্টাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, মোঃ আমজাদ হোসেন মোল্লা, ইউপি সদস্য ইলিয়াস হোসেন, আবুল মান্নান সিকদার, মনসুর হোসেন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মমতাজ বেগম। তবে এ আসন থেকে দলীয় মনোনয়ন চান মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ টুলু। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

About Zahid Hasan

Check Also

‘আ.লীগ রঙ দেখছে, কিন্তু রঙের ডিব্বা দেখেনি’ দল যে সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বিএনপি যদি ব্যক্তিগতভাবে স্থানীয় নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেয়, তাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *