ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ দেন সিইসি। এ সময় তিনি সিইসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘তাকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।’
এর আগে মন্ত্রীর ছেলে সাদী জোরপূর্বক নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (১৩৪ নম্বর কেন্দ্র) ঢুকে নৌকা প্রতীকে সিল মারেন। তিনি ১২টি ব্যালটে নৌকায় সিল মেরেছিলেন। নরসিংদীর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) ডা. বদিউল আলম ওই কেন্দ্রের ভোট বাতিল করেন।
নরসিংদী জেলা রিটার্নিং অফিসার ও ডিসি ডাঃ বদিউল আলম জানান, নৌকা প্রার্থীর লোকজন আগেই ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে সিল মেরে ফেলেছে- এমন সত্যতা পাওয়ায় কেন্দ্রটি বাতিল করা হয়েছে।
ভোটকেন্দ্রে উপস্থিত স্থানীয়রা জানান, তারা জোরপূর্বক ভোটকেন্দ্রে ঢুকে নৌকা প্রতীকে সিল মারতে শুরু করে। এ সময় লোকজন চিৎকার ও প্রতিবাদ করতে থাকে। পরে প্রশাসনের লোকজন গিয়ে ওই কেন্দ্রের ভোট বাতিল করে।