দেশব্যাপী ছড়িয়ে পড়া মহামারীর রেশ কাটতে না কাটতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু বাড়তে থাকায় রীতিমতো নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দেশের প্রায় সব শ্রেণির মানুষকে। তবে এমনটা কেমল বাংলাদেশেই নয়, বিশ্বের প্রতিটি দেশকেই এই সমস্যার মুখে পড়তে হচ্ছে।
সুতরাং, ইতিপূর্বেই সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর এবার জ্বালানির ব্যবহার কমাতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
ডিজেল প্রসঙ্গে তিনি বলেন, আমরা এটা নিয়ে ভাবছি। সর্বত্র কঠোরতা করা উচিত। তিনি (প্রধানমন্ত্রী) মন্ত্রীদেরও বলেছেন, গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই। এই কথাটা একটু আগেও বলেছে।
গণপরিবহনের ভাড়া বাড়ছে কি না- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এখনই বলতে পারছি না। কখন বাড়বে বলতে পারব না। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে।
তবে এই অবস্থার মধ্যে গণপরিবহন ভাড়া বাড়লে, দেশের সাধারণ মানুষকে নতুন করে সমস্যার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন অনেকেই। সব কিছুর দামই যেন এখন ডাবল ডাবল, এর মধ্যে গণপরিবহনের ভাড়া বাড়লে বেশ বিপাকে পড়তে হবে সবাইকে।