মধ্যরাতে নিজ স্ত্রীর সর্বনাশ হয়েছে বলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে পুলিশের কাছে সাহায্য চান মো.আনোয়ার হোসেন (৩৫) নাম এক যুবক। কিন্তু খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসতেই উল্টো ফেঁসে যান আনোয়ার নিজেই। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ নম্বরে ফোন করেন। একপর্যায়ে তিনি জানান, তার স্ত্রী জেসমিনের সঙ্গে খারাপ কাজ করা হয়েছে। ৯৯৯ নম্বরে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এমন কোনো ঘটনা ঘটেনি। পরে গ্রেপ্তার হওয়া আনোয়ার স্বীকার করেছেন যে তিনি মজা করার জন্য এমন কল করেছিলেন।
গ্রেফতারকৃত আনোয়ার এমন মিথ্যা তথ্য দিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে হয়রানি করে আসছিল।
এদিকে এ ঘটনার আলোকে নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে জানান, মিথ্যা তথ্য দেয়ার আলোকে আসামিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।