সম্প্রতি গত কয়েকদিন আগেই গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন ছাত্রলীগের বহিষ্কৃত ও অন্যতম আলোচিত নেত্রী বাবলী আক্তার। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ‘ম”ধ্য’রা’তে’ ঘরে ঢুকে বাবলী ‘আক্তার’কে মা’র’ধ’রে’র অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ ঘটনায় অভিযুক্তদের বি’রুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই।
সোমবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সাভার পৌরসভার নয়া’বাড়ী মহল্লার সরকারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবলী বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য ক’মপ্লেক্সে চিকিৎসাধীন।
‘নি’র্যা’তি’তা সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক।
অভিযুক্তরা হলেন- সাভার পৌরসভার নয়াবাড়ী এলাকার স্থানীয় মাতব্বর মো. রাব্বানী এবং আব্দুল হালিমের ছেলে মো. পাশা। এতে আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাব্বানী ও তার স্ত্রী মাসুদা ওরফে মাসুর সঙ্গে বাবলির পরিবারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
থানা’য় অভিযোগে বলা হয়, সোমবার রাতে রব্বানী, পাশাসহ অজ্ঞাত আরো ৩-৪ জন দেশীয়’ অ”স্ত্র’ নি’য়ে বাবলীর কক্ষের দরজায় ধাক্কা দেয়। ববলী দরজা খুললেই রাব্বানী তা’কে ‘হ”ত্যা”র উদ্দেশ্যে হাতে থাকা স্টিলের লাইট দিয়ে তার মা”থায়’ আ”ঘা”ত ‘করে। পরে অভিযুক্তরা তাকে ”শ্বা’স”রো’ধ করে ‘হ’ত্যা”র চেষ্টা করে। এ ছাড়া মুখে চড় মেরে বাড়ি থেকে বের করে দিয়ে শ্লী’লতা’হা”নি’র চেষ্টা করে। সে চিৎকার করলে তারা তাকে ‘হ”ত্যা’র হু’মকি দিয়ে পালিয়ে যায়। এ সময় হা’ম’লাকা’রী”রা বা’বলী’র গলা থেকে ৪০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ও ৮ হাজার টাকা মূল্যের একটি ডায়মন্ডের নাকফুলও ছিনিয়ে নেয়।
এদিকে এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক নয়ন কারকুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাবলী আক্তার নিজেই। আর এরই আলোকে বিষয়টি খুঁটিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।