Wednesday , November 20 2024
Breaking News
Home / Abroad / মধ্যরাতে সেই ছাত্রলীগ নেত্রীর বাড়িতে রাব্বানী, ঘটালেন অপ্রত্যাশিত ঘটনা

মধ্যরাতে সেই ছাত্রলীগ নেত্রীর বাড়িতে রাব্বানী, ঘটালেন অপ্রত্যাশিত ঘটনা

সম্প্রতি গত কয়েকদিন আগেই গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন ছাত্রলীগের বহিষ্কৃত ও অন্যতম আলোচিত নেত্রী বাবলী আক্তার। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ‘ম”ধ্য’রা’তে’ ঘরে ঢুকে বাবলী ‘আক্তার’কে মা’র’ধ’রে’র অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ ঘটনায় অভিযুক্তদের বি’রুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই।

সোমবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সাভার পৌরসভার নয়া’বাড়ী মহল্লার সরকারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবলী বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য ক’মপ্লেক্সে চিকিৎসাধীন।

‘নি’র্যা’তি’তা সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক।

অভিযুক্তরা হলেন- সাভার পৌরসভার নয়াবাড়ী এলাকার স্থানীয় মাতব্বর মো. রাব্বানী এবং আব্দুল হালিমের ছেলে মো. পাশা। এতে আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাব্বানী ও তার স্ত্রী মাসুদা ওরফে মাসুর সঙ্গে বাবলির পরিবারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।

থানা’য় অভিযোগে বলা হয়, সোমবার রাতে রব্বানী, পাশাসহ অজ্ঞাত আরো ৩-৪ জন দেশীয়’ অ”স্ত্র’ নি’য়ে বাবলীর কক্ষের দরজায় ধাক্কা দেয়। ববলী দরজা খুললেই রাব্বানী তা’কে ‘হ”ত্যা”র উদ্দেশ্যে হাতে থাকা স্টিলের লাইট দিয়ে তার মা”থায়’ আ”ঘা”ত ‘করে। পরে অভিযুক্তরা তাকে ”শ্বা’স”রো’ধ করে ‘হ’ত্যা”র চেষ্টা করে। এ ছাড়া মুখে চড় মেরে বাড়ি থেকে বের করে দিয়ে শ্লী’লতা’হা”নি’র চেষ্টা করে। সে চিৎকার করলে তারা তাকে ‘হ”ত্যা’র হু’মকি দিয়ে পালিয়ে যায়। এ সময় হা’ম’লাকা’রী”রা বা’বলী’র গলা থেকে ৪০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ও ৮ হাজার টাকা মূল্যের একটি ডায়মন্ডের নাকফুলও ছিনিয়ে নেয়।

এদিকে এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক নয়ন কারকুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাবলী আক্তার নিজেই। আর এরই আলোকে বিষয়টি খুঁটিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

About Nasimul Islam

Check Also

সম্পদ বেড়েছে ৫৪ গুণ, তিন দেশে বাড়ি আছে দুর্নীতির ‘মহারাজ’ নিক্সনের

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *