Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / মদিনায় বাংলাদেশি হাজ্বীকে জড়িয়ে ধরে কাঁদলেন আফ্রিকার হাজ্বীরা

মদিনায় বাংলাদেশি হাজ্বীকে জড়িয়ে ধরে কাঁদলেন আফ্রিকার হাজ্বীরা

হজে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ হজ যাত্রী হজ পালনের জন্য সৌদি আরব পৌছেছেন। সেখানে শুধু বাংলাদেশীরাই নন পৌঁছেছেন লাখ লাখ বিদেশী ধর্মপ্রান মুসল্লিরা হজ পালনের উদ্দেশ্যে। তবে এবার বাংলাদেশের এক নাগরিকের মহানুভবতার বিষয়টি উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তার এই মহান কাজটিরট জন্য সমস্ত বাংলাদেশীরা প্রশংসা কুড়িয়েছেন।

হজে যাওয়ার পর ৭ লাখ ফ্রাঙ্ক কুড়িয়ে পাওয়ার পর মালিককে ফেরত দিলেন হাজি আবদুর রহমান নামে এক বাংলাদেশি।

আব্দুর রহমান ঢাকার ডেমরার বাসিন্দা। অর্থের মালিক পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একজন নাগরিক। দু’জন বর্তমানে মদিনায় রয়েছেন।

বাংলাদেশি এই হজযাত্রী গত সোমবার মদিনায় এক বান্ডিল বৈদেশিক মুদ্রা পড়ে থাকতে দেখেন। এগুলো ছিল পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মুদ্রা ফ্রাংক। তিনি হিসেব করে দেখেন, সেখানে ৭ লাখ ফ্রাঙ্ক ছিল।

এরপর আবদুর রহমান মসজিদের আশেপাশে লেখা কাগজ হাতে “সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড” অর্থাৎ কিছু আফ্রিকান ফ্রাংক পাওয়া গেছে লেখা কাগজ হাতে মসজিদে নববীর আশপাশে কুড়িয়ে পাওয়া ফ্রাংকগুলোর প্রকৃত মালিককে খোঁজ করতে থাকেন।

এদিকে ফ্রাঙ্ক হারিয়ে হজে আসা আফ্রিকান ব্যক্তিও তার হারানো অর্থ খুঁজছিলেন। গতকাল তিনি আবদুর রহমানকে হাতে “সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড” লেখা কাগজ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে প্রমাণ করেন যে তিনিই সেই ফ্রাংকগুলোর প্রকৃত মালিক।

আব্দুর রহমান প্রমাণ পেয়ে ফ্রাঙ্কের বান্ডিলটি এর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। তার হারানো অর্থ ফিরে পাওয়ার পর আফ্রিকান লোকটি আনন্দে উদ্বেলিত হয়ে আব্দুর রহমানকে জড়িয়ে ধরেন

বাংলাদেশীদের এই মহানুভবতার বিষয়টি মদিনায় অনেক বিদেশি মুসল্লিদের নজরে এসেছে। এরপর বাংলাদেশীদের অনেকেই প্রশংসা করেছেন। এই একজন মহানুভব ব্যক্তির জন্য বাংলাদেশিরা আজ প্রশংসিত, যেটা একটা গর্বের বিষয়। তবে দেশটির একাধিক হাজীরা আব্দুর রহমানের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About bisso Jit

Check Also

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে নয়াদিল্লির জবাব, সাবেক প্রধানমন্ত্রীর পৌষ মাস নাকি সর্বনাশ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। নয়াদিল্লি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *