পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (২০ ডিসেম্বর) চার গ্রেডে মজুরি নির্ধারণের গেজেট প্রকাশ করা হয়।
গত ১২ নভেম্বর ন্যূনতম মজুরির খসড়া গেজেট প্রকাশ করে সরকার। খসড়া গেজেটে পোশাক শ্রমিকদের মজুরি পাঁচ গ্রেডে নির্ধারণ করা হলেও চূড়ান্ত গেজেটে চার গ্রেড দেওয়া হয়েছে। একইসঙ্গে চূড়ান্ত গেজেটে গ্রেড-১ ও গ্রেড-২-এ মজুরি বেড়েছে।
গেজেটের তথ্য অনুযায়ী, গ্রেড-১ শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৫ হাজার ৩৫ টাকা। গ্রেড-২-এর কর্মীদের ন্যূনতম মজুরি হবে ১৪ হাজার ২৭৩ টাকা, গ্রেড-৩-এর জন্য ১৩ হাজার ৫৫০ টাকা এবং গ্রেড-৪-এর শ্রমিকের জন্য ১২ হাজার ৫০০ টাকা।
গার্মেন্টস শ্রমিকদের শিক্ষানবিশের মেয়াদ হবে তিন মাস। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত হওয়ার পর শিক্ষানবিশ কর্মীকে সংশ্লিষ্ট গ্রেডে স্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্ত হবেন।। শিক্ষানবিশ কর্মীরা মাসিক বেতন পাবেন ৯ হাজার ৮৭৫ টাকা।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি বারো হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। আগে বেতন ছিল আট হাজার টাকা।