সম্প্রতি গত কয়েকদিন আগেই দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের পরিচালিত সিনেমা ‘হাওয়া’। যা এরই মধ্যে কোটি কোটি দর্শকদের মনের মাঝে জায়গা করে নিয়েছে। তবে ‘হাওয়া’ সিনেমাটি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌছালেও অন্যদিকে এ সিনেমাটি নিয়ে চলছে ব্যাপক শোরগোল।
কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন যে তারা তাদের পরিবারের সাথে ‘হাওয়া’ দেখতে বিব্রত হয়েছেন। অনেকেই তুলনা করে নির্মাতা কাজী হায়াতের নাম উল্লেখ করেছেন। কারণ অশ্লীল সংলাপের অজুহাতে ‘ধর’ ছবিটি প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন কাজী হায়াৎ নিজেই। তিনি বলেন, ‘হাওয়া’ নিয়ে আমার দুঃখ আছে। শুনেছি এই সিনেমায় অনেক গালিগালাজ আছে। কিন্তু আমি ‘ধর’ ছবিতে মগবাজারের এক পাগলের ছেলে; যে লেখাপড়া জানে না, যে জানে না আদৌ তার জন্ম কোথায়, কীভাবে সে মানুষ, তার মুখে গালি দিয়েছিলাম। সিনেমাটি সেন্সর বোর্ড তুলে নিয়েছিল। তৎকালীন নেতা সোহেল রানা, শহীদুল ইসলাম খোকন প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি সরিয়ে দিয়ে নিষিদ্ধ করেছিলেন। বলেছেন কাজী হায়াত অ’শ্লী’লতার শিখরে পৌঁছেছেন।তাহলে এটা কি অশ্লীলতা?এখন কোথায় এই বুদ্ধিজীবীরা?তারা কেন এটাকে অ’শ্লী’ল’তা বলে না?এটা আমার দুঃখ।’
সম্প্রতি বাপ্পী চৌধুরীর সঙ্গে ক্যারিয়ারের ৫১তম ছবি ‘জয় বাংলা’র শুটিং শেষ করেছেন এই নির্মাতা।
এর আগে ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে হওয়ার খবরে তীব্র নিন্দা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে লম্বা এক স্ট্যাটাস দেন বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি।