রবীন্দ্র সঙ্গীত ছোট বড় সকলের কাছেই খুব প্রিয়।তবে সম্প্রতি এই বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীত চলছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে বাংলাদেশের হিরো আলমের কারনে এই বিষয়টি নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। বিকৃত করে রবীন্দ্র সঙ্গীত গাওয়ার কারনে হিরো আলমকে আনা হয় আইনের আওতায় করা হয় জিজ্ঞাসাবাদ।
এ দিকে এবার রবীন্দ্র সঙ্গীত নিয়ে আরো একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আসিফ নজরুল। তিনি জানিয়েছেন রবীন্দ্র সঙ্গীতের বেহাল দশার কথা।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-
ভয়ে ভয়ে একটা কথা বলি। আমার মতে রবীন্দ্রসংগীত সবচেয়ে বিকৃতভাবে গেয়েছেন রবীন্দ্রনাথ নিজেই।
তার বৃদ্ধ বয়েসে গাওয়া গানের একটা ভিডিও দেখে আমার অক্কা পাওয়ার অবস্থা হয়েছিল।
প্রসঙ্গত, গেল বেশ কিছু বছর ধরে অভিনয় মডেলিং এর পাশাপাশি গান গেয়ে যাচ্ছেন হিরো আলম। আর তার এই গান অনেকেই করেন অপছন্দ। বিশেষ করে তার গানের সুরের বেহাল দশার কারনেই সকলে তাকে আর তার গান নিয়ে করেছেন অনেক সমালোচনা। সর্বশেষ রবীন্দ্র সঙ্গীত বিকৃত করার কারনে ডিবির কার্যালয়ে তাকে করা হয় জিজ্ঞাসাবাদ। আর সেই জিজ্ঞাসাবাদে তিনি রবীন্দ্র সঙ্গীত আর গাইবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান।