উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৫০ জন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার (২৮ অক্টোবর) জানিয়েছে যে একটি বাস ও বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়। আর এসব সংঘর্ষে এত মানুষ মারা গেছে।
ভাঙা রাস্তা ও সিগন্যালের কারণে মিশরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা দেখা যায়।
শনিবার একটি সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যুর বিষয়ে আল-আহরাম মিডিয়া জানিয়েছে, “ওওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনায় ৩৫ জন মারা গেছে।” এর মধ্যে অগ্নিকাণ্ডে মারা গেছেন ১৮ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫৩ জন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, রাস্তার দ্রুততম লেনের মধ্যে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিতে আগুনে পুড়ে যাওয়া একটি বড় বাস ও একটি মিনিবাসও দেখা গেছে। এছাড়া কয়েকটি গাড়িতেও আগুন লেগেছে।
সবচেয়ে জনবহুল আরব-আফ্রিকান দেশ মিশরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার মানুষ মারা গেছে।