ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ইরানি নাগরিক। শনিবার (২ সেপ্টেম্বর) ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে। এএফপির খবর।
সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্য পরিষেবার পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, দুজাইল এবং সামারা শহরের মধ্যে দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। দুর্ঘটনার বিবরণ না দিয়ে খালেদ বুরহান বলেছেন, “মৃতদের বেশিরভাগই ইরানের শিয়া মুসলিম সম্প্রদায়ের তীর্থযাত্রী।”
এএফপি জানিয়েছে, গত বছর একই মাসে ইরাক ভ্রমণে ইরানি শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছিল। এ সময় ১১ জন শিয়া মুসলিম ও স্থানীয় এক চালক নিহত হন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পুত্র হযরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত বার্ষিকীকে আরবিতে বলা হয় আরবাইন। আরবাইন বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে একটি, যেখানে লক্ষাধিক শিয়া মুসলিম অংশগ্রহণ করে। প্রতি বছর লক্ষ লক্ষ শিয়া মুসলমান ধর্মীয় কারণে ইরাকের প্রাচীন শহর কারবালা পরিদর্শন করে, যাদের অধিকাংশই ইরানের শিয়া মুসলমান।
এরই মধ্যে শুরু হয়ে গেছে এবারের আরবাইনের মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নিতে ইরাকে যাচ্ছেন মুসলিমরা।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, শুক্রবার পর্যন্ত ২৬ লাখেরও বেশি তীর্থযাত্রী দেশটিতে প্রবেশ করেছে।
ইরাকে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ইরাকে সড়ক দুর্ঘটনায় ৪,৯০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ১৩ জন প্রাণ হারান সড়কে।