ইরানে পর্বতারোহীদের বহনকারী মিনিবাস গিরিখাদে পড়ে যাওয়ায় ১০ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা অনুসারে, শুক্রবার পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র ওয়াহিদ শাদিনিয়া জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, মিনিবাসটি পাহাড়ি এলাকার একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
শাদিনিয়া বলেন, “চালকসহ ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন।” যদিও ইরানের রাস্তাগুলি সাধারণত ভাল অবস্থায় থাকে, তবে দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি সড়ক মৃত্যুর হার রয়েছে।