নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নিজ এলাকা ছেড়ে চেলে যাওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেন নির্বাচন কমিশনার। তবে চিঠি দেয়ার কয়েকদিন পেরিয়ে গেলেও এলাকা ত্যাগ করেননি বাহার। আর এ নিয়ে সারা-দেশজুড়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি।
এদিকে আজ বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন বাহার।
এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী এলাকা ছাড়ার ইসির চিঠির বিষয়ে জানতে চাইলে বাহাউদ্দিন বাহার সাংবাদিকদের বলেন, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) চিঠি দিয়ে ভুল করেছেন। সিইসি কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যের মানহানি করতে পারেন না। ‘
তিনি আরও বলেন, তাকে দেওয়া চিঠিটি সংসদ সদস্যদের প্রণীত আইন অনুযায়ী নয়, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী। আমি হাইকোর্টে রিট আবেদন করেছি। সংসদেও কথা বলব। আমি এটা পরিবর্তন করব. ‘
বাহাউদ্দিন বাহার আরো বলেন, আমি সরকারের অংশ নই, আমি সংসদ সদস্য। আমি যেহেতু সরকারের অংশ নই, তাই আমি থাকতে পারি।
এর আগে চলতি মাসের গত ৮ জুন এমপি বাহারকে চিঠি দিয়ে নিজ এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। তবে এ নির্দেশের কোনো তোয়াক্কাই করেননি তিনি। বরং উল্টো প্রধান নির্বাচন কমিশনারের ওপরই আঙ্গুল তুলছেন তিনি।