ভোটে হেরে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন না রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন এ অভিনেত্রী বলেন, ফলাফল যাই হোক না কেন, ভোটের পরদিন মাঠে শোডাউন দেবেন।
সে অনুযায়ী মঙ্গলবার (৮ জানুয়ারি) মাহির শোডাউন দেওয়ার কথা থাকলেও এদিন এই নায়িকার কোনো দেখাই মেলেনি। ফলে ভোটের দিন দেওয়া ‘শোডাউন’-এর কথা রাখতে পারেননি তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফলের পর মাহি তানোরের বাড়িতে অবস্থান করছিলেন। রেজাল্টের পর আর বের হননি তিনি। ফলে তাকে কোনো ধরনের শোডাউন দিতে দেখা যায়নি
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহিকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি।
প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।
এই আসনে মাহি তার জামানত হারিয়েছেন। তিনি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৯৯৯। এ আসনে মাহি ছাড়াও জামানত হারিয়েছেন আরও ৮ প্রার্থী।