গদর ২-এর সাফল্যের পর বলিউড অভিনেতা সানি দেওল বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এদিকে ভারতের বিভিন্ন স্থানে সানির নামে পোস্টার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়- তাকে খুঁজে পেলে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলেও পোস্টারে ঘোষণা করা হয়েছে।
বাস্তবে ঘটছে এমন ঘটনা। ভারতীয় মিডিয়ার মতে, অভিনেতা ছাড়াও সানি দেওল পাঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ। 2019 লোকসভা নির্বাচনে, সানি গুরুদাসপুর থেকে বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। প্রায় ৮২ হাজার ভোটে কংগ্রেস প্রতিপক্ষকে হারিয়ে সাংসদ হন এই অভিনেতা। এরপর থেকে তাকে তার নির্বাচনী এলাকায় দেখা যায়নি।
এমপিকে না পেয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। গুরুদাসপুর, পাঠানকোট এলাকায় সানির ছবি সহ একটি পোস্টার লাগিয়েছেন তাঁরা। যেখানে লেখা, ‘নিখোঁজ, সন্ধান করো। বিজেপি সাংসদ নিখোঁজ, তাকে খুঁজে পেলে ৫০ হাজার টাকা পুরস্কার রয়েছে। এলাকাবাসী জানায়, জয়ের পর থেকে এমপিকে একবারও দেখা যায়নি। স্থানীয় ঘাটতির অভিযোগও তার অজানা নয়।