বাজেয়াপ্ত টাকার পরিমাণসহ প্রার্থীদের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব রিটার্নিং কর্মকর্তাকে ইতোমধ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি ইসি মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদে জামিনের টাকা বাজেয়াপ্ত করা প্রার্থীর নাম ঠিকানা সংযুক্ত টেবিল আকারে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে হার্ড কপি ও সফট কপি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচন, টাকার পরিমাণ এবং সরকারি কোষাগারে জমা সংক্রান্ত তথ্য। বিষয়টি খুবই জরুরী।
28টি রাজনৈতিক দলের 1532 জন প্রার্থী এবং 437 জন স্বতন্ত্র প্রার্থী এই বছরের 12 তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে মোট এক হাজার ৯৬৯ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ২৮টি রাজনৈতিক দলের মধ্যে ২৩টি রাজনৈতিক দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।