একজন ভারতীয় রাজনৈতিক বিশেষজ্ঞ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন। তিনি সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত গবেষনা বিভাগের অধ্যাপক অশোক সোয়েন।
রবিবার (০৭ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুরে সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) এ অশোক সোয়াইন লিখেছেন:
“আজ বাংলাদেশে নির্বাচন। নির্বাচনের আগে ২০১১ সালে হাসিনা ‘তত্ত্বাবধায়ক সরকার’ অপসারণের পর এটা তৃতীয় প্রতারণামূলক নির্বাচন। বিরোধী দল- বিএনপিকে সন্ত্রাসী দল বলেছেন হাসিনা। বিএনপি নির্বাচন বয়কট করেছে। প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইসি) ভোটের আগেই কত শতাংশ ভোট পড়লো তা জানেন। কি এক প্রহসন!”
এদিকে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ এবং ২০১৮-এর পর, বাংলাদেশ ২০২৪ সালের প্রথম দিকে আরও একটি উচ্ছ্বাসহীন নজিরবিহীন ভোটবিমুখতার জাতীয় নির্বাচনের সাক্ষী হয়েছে।
কারণ, ভোটের দিন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এতটাই কম ছিল যে, মাইকিং করেও ভোটারদের আনা যায়নি।
খবরে বলা হয়, ভোট উৎসবের পরিবর্তে সর্বত্র ভোট বর্জনের নীরব প্রতিবাদ ফুটে উঠেছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টা পর কোথাও ভোট পড়েছে ৩ শতাংশ, কোথাও ৫ বা ৮ শতাংশের কাছাকাছি।