সদ্য অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু নায়িকার নেত্রী হওয়ার স্বপ্ন পূরণ হল না।
নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন মাহিয়া মাহি। ভোটে জিতলে তিনি আর অভিনয় করবেন না বলেও ঘোষণা দেন।
শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি। অভিনয় জীবনে ফিরতে চান এ নায়িকা। নির্বাচনের জন্য কিছুদিন রাজশাহীতে ছিলেন। হেরে ঢাকায় ফিরে আসেন।
সম্প্রতি মাহিয়া মাহি বলেন, সংসদ অধিবেশনে নির্বাচিত হলে এলাকার জনগণ, রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকা উচিত ছিল। তাই নির্বাচনী প্রচারণার সময় বলেছিলাম, নির্বাচনের পর অভিনয় ছেড়ে দেব। আসলে আমি নির্বাচিত হলে অভিনয় করার সময় পেতাম না। এখন এলাকার মানুষের খোঁজ খবর নেওয়া ছাড়া কোনো কাজ নেই। তাদের সুখে-দুঃখে আগের মতোই পাশে থাকতে চাই। সপ্তাহে এক বা দুই দিনই তার জন্য যথেষ্ট। বাকি দিন কি করবেন? সিদ্ধান্ত নিয়েছি, বাকি দিন শুটিং-ডাবিং-অভিনয় নিয়ে ব্যস্ত থাকব।
মাহি অভিনয়ে ফিরতে চান এমন খবর ছড়িয়ে পড়তেই চারটি সিনেমার অফারও পেয়েছেন তিনি। তবে এখনো কোনো চিত্রনাট্য চূড়ান্ত করেননি এ অভিনেত্রী। মাহি বলেন, ছবিতে অভিনয় করব নিশ্চিত। চুক্তি সই করার পর সব বলতে চাই।
শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘আনন্দ আশ্রু’।