বিএনপি ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত এখন লিফলেট বিতরণ করছে।
তারা ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বেরুতে পারছে না। তাদের নেতিবাচক কর্মসূচি, নাশকতা, অবরোধ জনগণ উপেক্ষা করেছে। বিএনপি সহিংসতা করবে না বললেও সত্যি কি না তা বলার সুযোগ নেই। কারণ তারা বলে একটা, করে আর আরেকটা। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে বলে খবর পাচ্ছি।
নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম এবং তাই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যেখানেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। তাদের দায়িত্ব পালনে সরকারের কোনো হস্তক্ষেপ বা কোনো বাধা নেই। এ ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে একটি ভালো নির্বাচন বিশ্ববাসী প্রত্যক্ষ করবে। যেখানে জনমত প্রাধান্য পাবে।
ব্রিফিংয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দ্বিমুখী ভূমিকার সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মামলার রায় নিয়ে, বাংলাদেশের মানবতা নিয়ে কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে হত্যাকাণ্ড চালাচ্ছে সে বিষয়ে কেন কথা বলছে না? তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলেনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।