সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগকে ভারতে একক সর্মাথন জনগণ মেনে নিতে পারছে না।দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ভারতে একটি দলকে বার বার অবৈধ্য ভাবে ক্ষমতা রাখছে নিজেদের স্বার্থে যা গণতান্ত্রিক মানুষের কাম্য নয়।অথচ আওয়ামীলীগ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জনগণ তাদের ভোট দিয়ে আবারও ক্ষমতায় বসিয়েছে।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ভা*র*ত নাকি আমাদের বিভিন্ন পণ্যের মেধাস্বত্ব নিয়ে নিচ্ছে। তবে হাজার চেষ্টা করলেও অন্তত একটা জিনিষের মেধাস্বত্ব তারা (বা অন্য কোন দেশ) কখনো নিতে পারবে না। সেটা হচ্ছে ভুয়া নির্বাচনের মেধাস্বত্ব।
এই মেধাস্বত্ব আমাদেরই! ভূয়া নির্বাচন আয়োজনে আমাদের মেধা তুলনাহীন। ভা*র*ত, পাকি*স্তা*নও শিশু আমাদের কাছে।
ঠিক কিনা বলেন?