সারা বিশ্বে ফুটবলের অনুরাগীর সংখ্যা কম নয়। সেহেতু ‘ফুলবল’ নিয়ে ভক্তদের মাঝে একটি মাতামাতি বেশিই হয়ে থাকে। আর এরই ধারাবাহিকতায় এবার মাঝ আকাশে ঘটে গেল এক অবাক করা ঘটনা। যা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে বেশ আলোচনা।
এদিকে সম্প্রতি ইংল্যানডের ফুটবলে নতুন ইতিহাস রচনা করলেন ক্লোয়ে কেলি। তার একমাত্র গোলে ৫৬ বছর পর ইউরো শিরোপা জিতেছে ইংল্যান্ড।
তাই ক্লো কেলিকে নিয়ে ইংল্যান্ডে বাড়তি উন্মাদনা চলছে। আর সেই উন্মাদনায় লাভবান হয়েছেন এক বিমান যাত্রী।
ক্লো কেলির সাথে তার সাদৃশ্য থাকার কারণে, যাত্রীকে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই বিজনেস ক্লাসে আপগ্রেড করা হয়েছিল।
মূলত; তারকা ফুটবলার ভেবে নারীকে এই সুযোগ দিলেন বিমানবালা।
ঘটনাটি জানালেন যাত্রী নিজেই। তার নাম সোফিয়া।
টিকটকে-এ অভিজ্ঞতা শেয়ার করার সময়, সোফিয়া বলেন, “বিমানবালা আমাকে কেলি ভেবে বিজনেস ক্লাসে ভ্রমণ করার সুযোগ দিয়েছিল।” সেটাই শেষ নয়। বিমানবালা একটি বিশাল মেনু কার্ড নিয়ে সোফিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনি দুপুরের খাবারে কী খেতে চান?’
প্রথমে সোফিয়া বুঝতে পারেননি কেন বিমানবালা তাকে এমন সম্মান দিচ্ছেন। পরে বিষয়টি পরিষ্কার হলে তিনি বিমানসেবিকাকে বলেন যে তিনি ফুটবলার ক্লো কেলি নন।
সফরের এক পর্যায়ে বিমানবালা সোফিয়াকে ইউরো ফাইনালের কথা জিজ্ঞেস করেন। ফুটবল খেলা সম্পর্কে জানতে চাই। তখনই সোফিয়া বুঝতে পারলেন কেন তাকে এমন আতিথেয়তা দেওয়া হচ্ছে!
এ সময়ে সোফিয়া নিজের পরিচয় দিলে হঠাৎই হেসে উঠেন ঐ বিমানবালা। এখন কি করবেন, তা যেন রীতিমতো বুঝতেই পারছিলেন না তিনি। সোফিয়ার কথা শুনে বিমানবালা বলে উঠেন, ফাইনালে যিনি গোল করেছেন, আপনি দেখতে ঠিক তার মতই।
@irrelevantsoph Replying to @lucasashley253 BA had amazing hostess tbf #fyp #chloekelly