স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ভারত ২০২৩ সালে ১ লাখ ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছে। ভারতীয় হাইকমিশনার বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার চেষ্টা করা হবে।
মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে ভারত কার্যকর ভূমিকা রাখবে। দুই দেশের নিরাপত্তার জন্য বিজিবি-বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। ভারত সরকার এ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার কূটনৈতিকভাবে কোনো চাপে নেই। বরং বিদেশিদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি ব্যর্থ হয়েছে।
এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আমরা অর্থনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমাদের দুই দেশের সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো ও ভালো হবে। উভয় দেশই নিজ নিজ স্বার্থ সম্পর্কে সচেতন। সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কিভাবে সম্পর্ক উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।